|
|
Tiger's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: মন - ৩ - বাঘমুড়োর আতঙ্ক - টিজার |
3 |
|
Post Message |
(05-06-2022, 11:26 AM)nandanadasnandana Wrote: হ্যাঁ দিদি কে তুমি ই বোল। সেটাই মানায়। ঠিক বলেছ। কিন্তু আমার মনে হলো, কালকের এই ব্যক্তিগত আক্রমন টা কোন বিশেষ খেলা। কেউ না পড়তেই পারে লেখা। থোড়াই আমি জনে জনে গিয়ে বলছি যে আমার নন ইরোটিক লেখা পড়? তবুও একজন কেন এই ভাবে থ্রেডে এসে আক্রমন করল? দুটো কারণ থাকতে পারে।
১। সে ফ্রাস্ট্রেটেড। অন্য় মা ছেলের গল্পে নিজের কিক না পেয়ে। বা সে মদ খেয়েছিল। বা সে সাইকো।
২। পাঠক-লেখক রাজনীতি। চলছে তো ভালই দেখছিলাম। উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার।
তাই আর মাইন্ড করলাম না। রিপোর্ট ও করিনি। যেই ওনাকে পাঠাক সে যেন বোঝে ব্যাপার টা বুঝতে পেরেছি। আর চাইছি এটা যেন আগে না বাড়ে। জান বাবান, আমি বিশ্বাস করি, অযোগ্য মানুষ সামান্য এচিভ করলে সেটা ধরে রাখতে চায়। নানান ভাবে। সেটা এখানেও চলছে। আমার কিছু নেই। আগেও বলেছি গো, সবার ভালো লাগলে লিখতেই থাকব, আর যেদিন বুঝব যে ভালো লাগছে না কারোর কেটে পড়ব। থোড়াই সেটা আমার থ্রেডে এসে বলতে লাগবে?
এটাই হচ্ছে পরিশীলিত মানুষের পরিচয়। আপনার প্রতি অনেক ভালবাসা রইল যে আপনি খারাপ মন্তব্যকে থোড়াই কেয়ার করছেন.❤️❤️❤️❤️ |
|