|
|
prshma's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা |
4 |
|
Post Message |
(23-02-2025, 07:06 PM)Manali Basu Wrote: আমি চেষ্টা করছি তাড়াতাড়ি এই গল্পের আপডেট দেওয়ার। আপাতত একটু ব্যস্ত আছি "এক মুঠো খোলা আকাশ" গল্পটি নিয়ে। বুঝতেই পারছেন, একবার একটা গল্পের ফ্লো তৈরী হয়ে গেলে সচরাচর রাইটাররা সেই গল্প ছেড়ে অন্য গল্পে মনোনিবেশ করতে পারেনা। তবে এই গল্পের প্রতি অনেকের উন্মাদনা দেখে এটাও যত দ্রুত আপডেট আনা সম্ভব তা চেষ্টা করবো আমি।
আমার ব্যাক্তিগত মতামত অনুযায়ী এই গল্পটা 'এক মুঠো খোলা আকাশ' গল্পটার থেকে অনেক অনেক গুনে ভালো তাই এটা নিয়ে উন্মাদনা বেশি। এখানে শুধু স্বামী স্ত্রীয়ের সম্পর্ক ছাড়াও একটা পরিবারের মধ্যে আর তার বাইরেও আরও অনেকগুলো সম্পর্কের টানাপোড়েন আছে। এই গল্পে শুধু সেক্স বাদেও প্রেম আছে, ভালবাসা আছে, বিশ্বাসঘাতকতা আছে, লোভ আছে, আবেগ আছে তাই এই গল্পের চরিত্রদের সাথে হয়তো আমরা সাধারণ পাঠক পাঠিকারা অনেক বেশি একাত্মতা বোধ করি, তাদের রক্তমাংশের মানুষ হিসেবেই ভাবি।
কিন্তু ওই গল্পটায় শুধু একটা প্রেডেটরি থিম ছাড়া আর কি আছে মানালি ? অনেকে খুব লাফাচ্ছে, নন্দিনী কতক্ষণে অপবিত্র ও অসতী হবে তা দেখতে তাদের তর সইছে না। তারা ভুলে যাচ্ছে যে এই ধরণের ডিউটি করতে তাদের পরিবার পরিজন বা আত্মীয়স্বজনের মধ্যে কোন মহিলাকে যেতে হতেই পারে। ঈশ্বর না করুণ কিন্তু তাদের পরিবারের বা আত্মীয়া কোন মহিলা যদি ডিউটি করতে এসে এই জাহাঙ্গীরের মত একটা নারীদেহলোলুপ স্কাউন্ড্রেলের খপ্পরে পড়ে তখনও তাদের প্রায়োরিটি সেই মহিলাটি কত তাড়াতাড়ি অসতী হবে সেটা দেখাই থাকবে তো ???? |
|