|
|
Small User's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: কোন কূলে যে ভীড়লো তরী/কামদেব |
4 |
|
Post Message |
-তা হলে আমিও কি--?
পল্টু উঠে বসে বলে,তুমি আমার বউ শুধু নয় তোমার কাছে কি বলবো---দেখো বেগম একজন আরেকজনের কাছে যা চায় সবটা পায় না তবু মানিয়ে নেয়।কিন্তু তোমার কাছে আমি সব পেয়েছি।তুমিই বলেছো ভগবান তোমাকে আমার জন্য গড়েছে,মৌপিয়া বৌদি চেয়েছে কেবল শারীরি সুখ তোমার আমার মধ্যে শারীরি সম্পর্কটা প্রধান নয় অনেককিছুর মধ্যে অতি সামান্য।
খাদিজা নিজেকে সামলাতে পারে না দেবকে জড়িয়ে ধরে নিজের বুকে চেপে ধরে জিজ্ঞেস করে,যশবিন্দারকে পেয়ে আমাকে ভুলে যাবে নাতো?
--এইতো তুমি সাধারণ মেয়ের মত কথা বলছো। তুমি অসাধারণ হলেও তোমার মধ্যে একটা সাধারণ মেয়েও লুকিয়ে আছে।
খাদিজা বেগম খিলখল করে হেসে ফেলে।
Sobar theke alada apni... |
|