|
|
mondalhigourav's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: পদ্ম নাগের বিষ |
3 |
|
Post Message |
[quote pid='5514131' dateline='1708351818']
যতটুকু পড়লাম এক কথায় অনবদ্য।। অসাধারন লেখা কিন্তু কোথাও গিয়ে সেই সব পুরুষদের জন্য একটা খারাপ লাগা থেকে যায় সে পীযুষ মৈএ হোক বা নির্মল সরকার যারা চোদ্দ পনেরো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে স্ত্রী পুএ সংসার সামলে রেখেছে তারাই তাদের প্রিয় মানুষটির থেকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।। জানি এটা নিছক গল্প মাএ কিন্তু কিছু গল্প বা সিনেমা এমন হয় যার চরিএ গুলির সাথে আমরা নিজেদেরকে কল্পনা করে ফেলি।। তাই এখানে আমার দুটি প্রশ্ন আছে।।
এক. শুধুমাএ একটা পরিস্থিতির শিকার হয়ে চোদ্দ পনেরো বছরের একটা ভালোবাসার সম্পর্ক,মায়া, একসাথে কাটানো নিজেদের খারাপ ভালো মূহুর্ত গুলো, নিজের সন্তান, তিল তিল করে গড়ে তোলা নিজেদের সাজানো সংসার ত্যাগ করা যায়???
দুই. রমাও কি তাহলে মিতালির পথে হাটবে??? সংসার স্বামী পুএ ত্যাগ করে অবৈধ সম্পর্ককে আপন করে নেবে???
পরের আপডেটের অপেক্ষায় রইলাম।।
[/quote] |
|