|
|
Additional Info About xerexes |
Sex: |
Undisclosed |
xerexes's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: বৌদিমণি (আপডেট নং- ২৫) |
2 |
|
Post Message |
(27-09-2024, 04:30 AM)বহুরূপী Wrote: পর্ব ২৬
আবারও মনে পরেছে। মাথায় হাত বুলিয়ে চোখ বন্ধ করে কি যেন ভেবে চলেছে আপন মনে। এই দৃশ্য বোধকরি খানিক করুণা জাগ্রত কর নয়নতারার মনে।সে সঞ্জয়ের হাত ধরে ঘুরিয়ে এনে বসায় তার বাঁ পাশে। বাঁ পাশে অনেকটি জায়গা জুড়ে লাকড়ির রাখা,সেগুলি টেনে সরিয়ে একটা পিরি পেতে বসে সঞ্জয়।তবে সে কিছু বুঝে ওঠার আগেই নয়নতারার বাঁ হাতটি তার ধুতির ফাঁক গলে ভেতরে ঢুকে পরলো।
নয়নতারার শাখা ও সোনার চুড়ির সাথে একগাছি কাঁচের চুড়ি,সঞ্জয়ের কামদন্ডে হাতের ওঠানামার সাথে সেগুলোর ঠুকাঠুকিতে রিন রিন করে সম্মিলিত আওয়াজ হচ্ছে। সঞ্জয়েকে কোলে শোয়ানোর কোন ইচ্ছে নয়নতারার ছিল না। এতে তার রান্নার বড্ড অসুবিধাই হচ্ছে। তবে সঞ্জয় দিব্যি পা ছরিয়ে নয়নতারার কোলে মাথা এলিয়ে দিয়েছে। রান্নাঘর যথেষ্ট বড়,কিন্তু তবুও নয়নতারাকে একটু নড়েচড়ে বসতে হয়েছে নয়নতারা স্বাভাবিক হচ্ছে |
|