|
|
Additional Info About prasun |
Sex: |
Undisclosed |
prasun's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: ভাঙনের পরে |
6 |
|
Post Message |
(28-08-2024, 11:03 AM)Henry Wrote: আমাকে এত সতর্কীকরণ দেওয়া হচ্ছে কেন জানি না। আমি এখানে মহান দর্শন তত্বের মহান উপন্যাস লিখতে আসিনি। এসেছি ইরোটিক উপন্যাস লিখতে। জানি না ইরোটিক লেখারও অনুমতি আছে কিনা। পশু নির্যাতন, শিশু নিগ্রহ, যৌন নিগ্রহের পক্ষে আমি নই। যৌনতা যদি পরস্পরের অনুমতিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে হয় তাহলেই হল। কিন্তু এত এলার্ট কেন? আর কাউকে তো দেওয়া হল না এসব এলার্ট। ভালো লাগছে না। কাল থেকে এমনিতে এপ্রুভের ঝামেলা আজ উটকো এলার্ট দিয়ে অবমাননা। কোনটাই ভালো লাগছে না। কিচ্ছু লিখছি না এখন। পাঠকরা যত পারেন গাল পাড়ুন। মানুষের মুড বলে একটা বিষয় থাকে। exbii, xossip, xossipy কত পেরিয়ে এলাম, এখন এই অবমাননা সত্যিই অস্বস্তিকর।
বেশ বুঝতে পারছি হেনরিদার পিছনে লাগার পিছনে কোন্ বেজন্মাটা রয়েছে। ওর পেয়ারের লেখক/ নাকি ও নিজেই সে এখানে টিকতে না পেরে চলে যাবার পরে দিকপাল যত লেখকের পিছনে লাগার পিছনে সিদ্ধহস্ত ওই বুড়োটা। জুপিটারদাও ওই নপুংসকটার জন্যে চলে যেতে বাধ্য হয়েছে। |
|