|
|
Rakimul's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: মেগাসিটির নির্জনতা |
2 |
|
Post Message |
(19-02-2024, 02:30 AM)কাদের ভাই গল্পটা এভাবে মাঝপথে থামিয়ে দিয়েন না।আবার plz শুরু করুন, খুব সুন্দর গল্প ছিল Wrote: এই ফোরাম কেন, যে কোন ফোরামে ইন্সস্ট গল্পের পাঠক বেশি। সেটা হিন্দি, বাংলা ইংলিশ যাই বলুন না কেন। এরপর আসে কাকোল্ড গল্পের নানা ফর্ম। সাধারণত এই দুই গল্পে পাঠক অনেক বেশি থাকে। আমার একটা পর্যবেক্ষণ আছে এই ব্যাপারে। সাধারণত ইন্সেস্ট আর কাকোল্ড হল সবচেয়ে ট্যাবু আমাদের যৌন ফ্যান্টাসিতে। আর ট্যাবুর ব্যাপারে সবার আগ্রহ একটু বেশি থাকে তাই ক্যাটেগরির গল্প পাঠক বেশি থাকবে সেটাই স্বাভাবিক। তাই সেটা নিয়ে নিজের গল্প কে তুলনা করে হতাশ না হবার জন্য বলব।
নরমাল ইরোটিকা লিখে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া বেশ শক্ত চ্যালেঞ্জ। তার উপর যদি পাতায় পাতায় রগরগে বর্ণ্না না থাকে তাহলে সেটা আর কঠিন। এই ব্যাপারে আমার পরামর্শ হবে ধৈর্য্য ধরুন। আমি প্রথম যে গল্প লিখি সেটা ছিল ছয় বন্ধু বান্ধবীর ভার্সিটি জীবনের গল্প। ইন্সেট, কাকোল্ড বা পরকীয়া এই টপ ট্যাবু গুলোর কোন কিছুই ছিল না। সদ্য বিশে পড়া একদল ছেলে মেয়ের নিজেদের মধ্যের আকর্ষণ বন্ধুত্ব এইসব। সেই গল্প শুরুতে খুব অল্প পাঠক পড়ত। ধীরে ধীরে পাঠক বেড়েছে। প্রথম এক বছরে সম্ভবত গল্পটা পঞ্চাশ হাজার ভিউ ছাড়ায় নি। কিন্তু আপনি যদি নিজের লেখার উপর আস্থা রাখেন তাহলে দেখবেন সেটা লং রানে লাভ দিবে। আমি আমার লেখার উপর আস্থা রেখেছিলাম। আজ প্রায় ছয় সাত বছর পরেও আমি ইমেইল বা মেসেজ পাই সেই লেখা নিয়ে। এটা শেয়ার বাজারে সলিড কোম্পানিতে বিনিয়োগের মত। দ্রুত ফটকা খেলে টাকা কামাবেন না কিন্তু ধীরে ধীরে বিনিয়োগ আপনাকে টাকাটা সুদে আসলে ফেরত দিবে। তাই ভিউ সংখ্যা, লাইক, রেপুতে আপাতত নজর না দিয়ে লিখে যান। দেখবেন সময়ের সাথে সাথে আপনার একটা বড় পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে। |
|